ধাপেরহাট প্রতিনিধি ►
সাদুল্লাপুর উপজেলার ৬ নং ধাপেরহাট ইউনিয়নের খামার পাড়া মৌজায়,প্রধানমন্ত্রীর উপহার,(আশ্রয়ন প্রকল্প- ২ চতুর্থ পর্যায়) ভুমিহীনদের জন্য নির্মিত ঘরের আজ ১৪ মে রবিবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে বুঝিয়ে দেয়া হয়েছে। সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার রোকসানা খাতুন,অসহায় পরিবারদের নিকট অনুষ্ঠানিক ভাবে চাবি হস্তান্তর করেন এবং ঘরের কাগজ পত্র বুঝিয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান শফিকুল কবির মিন্টু,ইউপি সদস্য শাহাদত হোসেন,ধাপেরহাট প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, জাপা নেতা শহিদুল ইসলাম,ধাপেরহাট নায়েবীয়া ওয়াকফ স্টেটের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নান জমির ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।